সবজির হাটে কলা বিক্রি করি
পাকা কলার বাজারদর ভালো হলে
আলাদা দোকান খুলবো


তারপর-
নিজের নামে যে বাণিজ্য বিতান আছে
তাতে নতুন নতুন কর্মী নিয়োগ দেব
আর প্রতিমাসে কর্মী ছাঁটাইয়ের উৎসব করবো
দিনের পর দিন বিক্রি বাড়বে আর বাড়বে
কর্মীদের রাস্তায় নামিয়ে-
বিক্রির টার্গেট ঠিক করে দেব
আগে তারা ইন্স্যুরেন্সের ব্রোকার ছিল
দালাল বললে আঁতে ঘা লাগে তাঁদের


সেইসব দালালরাও এখন-
অফিসে-আদালতে বারান্দায়, ফুটপাতে
মানবতা বিক্রি করে দেশে বিদেশে
ধর্মের অনুভূতি ফেরি করে


হা হা হা
ওই কলা বিক্রির মত
বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে-
আড়ৎদারি খুলে বসে।


০৭/০২/২৪