দেখা হলে-
তোকে দেবো কদম গুচ্ছ,
আমাকে দিস-
গালভরা অমলিন হাসি,
বেদনার্ত চাহনিতে চেয়ে রইবো অনন্তকাল
অন্তরবৃক্ষে ছাপিয়ে যাক কালবেলা কাল
মহাকাল ধেয়ে আসা সুনিপুণ পরম্পরা


তত হৃদয়বৃন্তে শতকোটি চোখফুল
যত চাই পাখিদের কাকলীবেলা
ময়ুরাক্ষী নদীর কলকল ছুটে চলা
বেবাক মানুষের না মানুষি ঢঙ্গে কথা বলা


একটি আলোর কথকতা চাই
চাই শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আবেগ
মৌলিক পুরুষের আপন নিপুণ পরকিয়া


কিছু মানুষ নিঃসঙ্গ নারী খোঁজে
কিছু মানুষ একাকি বিকেল খোঁজে
কিছু মানুষ স্বাধীন আকাশ খোঁজে
কিছু মানুষ ব্যতিব্যস্ত মানুষ খোঁজে


আমি তার কোনটিই নই
যে মানুষ পরাণের আবেগে খোঁজে দুপুরের খাক
তপ্ত সে বেলায় প্রেমিকের অন্তর পুড়ে যাক


১২/০২/২০২০
১২ঃ১৬ রাত