প্রাণ ছেড়ে তুই যাসনে মরণে
চোখ বুজে তুই দেখরে নয়নে
প্রাণ যে দিলেন মাটির এই দেহে
তারে একবার দেখিতে মন  চাহে


এই দুনিয়ার আলো-বাতাস তার ইশারায় বাড়ে-কমে
মানব বংশ ডাকে আল্লাহ প্রতি দমে দমে
লাগাইয়া কলের কব্জা আগ বাড়িলে জমে টানে
বান্দার আকুল মিনতি তোমার পাণে


আকুলি বিকুলি ও তুই মন যাসনে রে বনে
প্রাণের মায়া ছিন্ন করে ফিরিস ভূবনে
ভূবন পথের দিশা মানে
মরণ কি তার ঠিকানা জানে


বান্দা তোলে প্রেমের জিকির সৃষ্টি কর্তার নামে
দিল কি কারো প্রেমের দয়া মানে
চোখ মুদে তুই আঁকরে স্মরণে
জীবন নামের সহ-মরণে



২৭/০৪/১৪
০২:৪৩am