বিষন্ন সন্ধ্যার তারাগুলো আজ স্বাক্ষী দিবে
আমরা এক মৌন প্রহরের অপেক্ষায় আছি
বিহ্বল রাত সুদীর্ঘকাল একই কথাই জানান দিচ্ছে।


আজ আমি উচ্চারণে স্পষ্ট!
আজ আমি দ্বিধান্বিত নই!


কতকাল আকাশ কাঁদতে ভুলে গেছে!
আরও কতকাল পাখিদের কাকলি নেই!
তুমি হীন এই মরু প্রান্তর যেনো রক্তাক্ত কারবালা!


আমি আজ শোক গাহিব!
এ যেনো ক্ষরণ পরিক্রমা!
হৃদয়ের অতলান্ত চষে তোমাকেই তুলে আনি সংবেদে।
শুধু একটি বার যদি পারো-
জানিয়ে দিও, তুমি ভালো আছো!


কত রাত্রিতে শত সহস্র তারা ঝরে যায়
আমার সেদিকে ভ্রুক্ষেপ নেই
অথচ-
তুমি নেই এ বেদনা লুকোনোর কোন জায়গাও নেই!


ইচ্ছের সহস্র গোধূলি আজও খুঁনসুটি দিয়ে বলে
'তোমাকে ভালো রাখা গেল না' এই আমাকে!
রক্তাক্ত সেই দিনের 'কালরাত্রির' পৈশাচিক উন্মত্ততা
আমাকে জাগিয়ে রাখে প্রতিশোধের স্পৃহায়!
হ্যাঁ, আমি ভালো নেই!


এই বাংলাদেশের ভূখণ্ড জুড়ে একটি মানচিত্র একটি পতাকা হাতে
এই দেশের সবুজ শ্যামল মেঠোপথে খুঁজে ফিরি তেমনই একজন
সেই স্বরে কেউ একজন বলুক 'আমাদের কেউ দাবায়ে রাখতে পারবা না'!


১৫/০৮/২০২৩
০১ঃ৩০ রাত