তোর চোখেতে যেই ডুবেছি
পাইনা খুঁজে তল
তুই যদি মোর সাগর হ'বি
মুক্তো কোথায় বল


দিব্যি দিলাম আমার চোখের
ভিন্ন অশ্রু জল
সাগর জলে মিশিয়ে দেখিস
নয়তো তাহা ছল


আকাশ থেকে তৃতীয়া তিথি
নামায় জোছনা ঢল
তুই যদি মোর আকাশ হ'বি
বৃষ্টি কোথায় বল


চাইলি দেহ সহমরণ
নষ্ট রাখির দল
দ্বিতল দেহে একই আত্মা
প্রাণটা কোথায় বল


নতুন প্রাণে যখন আবার
প্রাণের আওয়াজ ওঠে
তোর চোখেতে জলরাশি
কোন কারণে ফোটে


বুকের ভেতর বোবা প্রাণীর
পাঁজর ভাঙ্গার গান
চন্দ্র জোয়ার চোখের কোনে
নামায় অশ্রু বান


এসব কিছু তোরই জন্য
কোথায় আছিস বল
তুই যদি মোর প্রাণ হরিবি
লুকিয়ে কেন বল


১২/০১/১৫
০৮:১২am