না ভুলিতে মনে করি তারে বারেবারে
ভুলে গিয়ে সুখে আছে সে
পারে কি ভোলাতে আমারে||


না পারে আপন করে নিতে
হাজার মগ্ন স্মৃতির, কাঙাল দুঃখের বিপরীতে
ডুবায়ে ভাসাতে জানে উতল দইরার জোয়ারে||


যে ফাগুন এসেছিলো বসন্ত কালে
কোকিল মাতোয়ারা চৈত্রের সকালে||


তন্দ্রায় ভুলে থাকি এ ব্যথাতুর ক্ষণ
তবুও ভোলে না তারে এই পোড়া মন
তার দেয়া স্মৃতি আজ শতগুণ বাড়ে||


০১/০৫/১৮
১২ঃ৫০ রাত