এত বেশি উৎস্যুক হলে সরাসরি কথা বলো। কিংবা দূরালাপনিতে ফোন করে কন্ঠ শুনে নিও। ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ব্লক! ইন্সটাগ্রাম আইডি দিয়ে উঁকিঝুঁকি মারছো স্টোরিতে। সেটাও ব্লক দিয়েছি। এখন ইমোতে এড করেছো। এটাও কি ব্লক দেব? ভালোবাসা তুমি বুঝলে না, আপন মানুষ তাই খুঁজলে না! আমি আনফ্রেন্ড করেছি তোমার এত এত বন্ধু যে নিজেকে হারিয়ে ফেলার ভয় কাজ করেছিলো।  তুমি কৈফিয়ৎ চেয়ে অপবাদ দিতে চাইলে। আমি বুঝেছি এ তোমার অক্ষমতা! অযোগ্যতা! নিজের প্রতি সীমাহীন অবিশ্বাস! আস্থার সংকট! বিশ্বাস করিও এখনও ভালোবাসি। আমি যেন দমার পাত্র নই। তবুও মাঠ ছেড়ে ময়দান ছেড়ে তোমাকেই জয়ী ঘোষণা করতে চাওয়ার নামান্তর।  বর্তমান সময়ে যাকে নিয়ে আছো, তাকে বেশ মানানসই লাগছে তোমার সাথে। কারণ সে আর তুমি একই ভুবনের বাসিন্দা। তা না হলে আমার বোধের ঘাটতি। তুমিও আমাকে যেমন করে চেয়েছো তেমন করে সঁপে দেয়া সম্ভব ছিলো না। কিন্তু এই ভালোবাসাহীন যুগে তোমার আমার মেলবন্ধন যেন আরো একধাপ এগিয়ে দিয়েছিলো পিরিতের মিতালী যুগ। জানি আমার জন্য তোমার কোথাও খুব পোড়ে! আর তাই এত এত আগ্রহ নিয়ে আমাকে খুঁজে ফেরো ভার্চুয়াল জগতে! যেখানে পরকীয়া সিদ্ধ! আর তুমিও তাতেই সিদ্ধহস্ত! তবে বলি, কোন কিছু না বুঝে অপবাদ না দিয়ে অপেক্ষায় থেকো আমি কী বলতে পারি? তোমার বিরুদ্ধে, তোমাকে নিয়ে! পাথরের প্রাণ নেই, সংসার নেই, অথচ পরম্পরা আছে!


১৮/১০/২০২২
০১ঃ২১ রাত