প্রচ্ছন্ন বিকেল
সমুদ্র বক্ষে চলে লীলাবতির বন্দনা
রাত্রি জেগে আছে কোলে নিতে
মিহি বারুদের পুচ্ছ
জ্বলতে চাইলে তুষের অনল কি
বেগানা নারীর চাতুরীই সমার্থক