একটি সংগ্রাম স্মৃতির বেদিতে স্মরণ করছে জাতি
একটি রক্তাভ মানচিত্র স্লোগান মুখর মিছিলে ধাবিত
একটি লাশ বিদ্রুপে ইতিহাসের পাতা ঘেঁটে চলে
হায়েনারা সেই মিনার ভাঙেনি যেন আমার পাঁজর ভেঙেছে


যে অবয়ব ধারণ করে অগ্নিমূর্তিবাণ
যে মুষ্টিবদ্ধ হাত ইস্পাত শপথে কঠিন যোজন গড়ে
যে কন্ঠ দরাজ করে দাবীর সংগ্রামে অনড়
হুঙ্কার দিয়ে বজ্রের তোপধ্বনি মিছিলে সমবেত হয়
জনসমুদ্রের পরতে পরতে ক্ষোভের সঞ্চয়
হায়েনারা সেই মিনার ভাঙেনি যেন আমার পাঁজর ভেঙেছে


১০/০১/১৪
০১:৪৪pm