বাঙলায় আমি বোল তুলেছি
বাঙলায় তুলেছি মাদল
বাঙলায় হিয়ার নৃত্য দেখেছি
বাঙলায় ছুঁয়েছি বাদল
বাঙলায় প্রাণ স্পন্দিত হয়
বাঙলায় করি ভুবন জয়


বাঙলায় গড়ি সংগ্রামী চেতনা
বাঙলায় গাই জাগরণের গান
এই বাঙলার শ্যামল প্রান্তরে খুঁজি জীবনের উপাদান
বাঙলা আমায় রাখে তৃষ্ণায়
পাল তোলা নদীর সুখ মোহনায়


বাঙলায় আসে ঋতু বৈচিত্র্যে পহেলা বৈশাখ
উৎসবে আনন্দে মন মাতোয়ারা বাজেরে ঢোল-বাদ্য-ঢাক
শিশু-কিশোর আবাল-বৃদ্ধ যুবক-যুবতী নাচে
শহর-তল্লাটে গাঁয়ে-মেঠোপথে আনাচকানাচে


খুশির বারতা বৈশাখ এনেছে কি সুখে দিন কাটাই
আমরা বাঙালি সারাটি বছর একই আনন্দ পাই



০৬/০৪/১৪
০৬:৩০ অপরাহ্ন