তোমারই করুণা মোরা মাগি
রাত জেগে করি বন্দেগি
সৃষ্টির অপার মহিমা করুণা তোমারই
শেষতো হবেনা যতো গুনগান করি
ও দয়াল তোমায় ছাড়া কিছুই ভাবনা নাহি
আমরা তোমার গুণগ্রাহী


দমে দমে জপি তোমারে
স্বপনে জাগরণে ইচ্ছে হয় তোমায় দেখিবারে
নবীকূল শিরমনির উম্মত বানাইয়া পাঠাইলা জগত-সংসারে
আলোর কারিগর তুমি আন্ধারে
ও দয়াল তুমি ছাড়া দরদী কেহ নাহি
আমরা তোমার গুণগ্রাহী


বান্দা চাহে আমলে আখলাকে মানিয়া চলিতে তোমার বিধান
কারে তুমি করবে বড়ো কারে তুমি করবে ধনী দানিবে কারে সম্মান
একই জমিনে বাঁচি একই আহারে সবার উপরে এক আসমান
সকলই তোমার দান করুণা অফুরান
ও মাবুদ সকল রুপে তোমায় মোরা চাহি
আমরা তোমার গুণগ্রাহী


১২/০৪/১৪
১২:১৫পুর্বাহ্ন