কেমন চলছে দেখো আমার স্বদেশ
শৈশব কেটেছে ভালোয় এখন উল্টেছে গনেশ
ধীরে পাল্টায় প্রকৃতির রঙ রুপ
চিনে নিতে সময় লাগে নিজের স্বরূপ
বোকার হদ্দ সাজে নাদান মানুষ
তারে নিয়া খেলে যায়, উড়ায় ফানুশ
বিরহ চিনেনা বলে বোকা পায় সুখ
আরো আরো চোখে ভাসে স্বজাতীর মুখ
নাম নিয়ে করি যতো বংশের বড়াই
অলক্ষ্যে অট্টহাসে আমিও ডরাই
পুরাতন চাষাভুষা সময়ের ফোঁড়
বংশ পরম্পরায় এগোতে দেই জয়ের দৌড়
দিনমান কিছু আর চাওয়ার নেই
পরাধীনতার শিকল ছিঁড়ি সেই আসাতেই
আমিও কালের স্রোতে যাবোরে ভেসে
বিদায়ের অন্তীম কালে মরিব হেসে


১১/০৫/১৪
১০:৩৮অপরাহ্ন