আবার পিপাসা পেলে রক্তে তৃষ্ণা মেটাই
দৃষ্টিটাকে সঙ্কুচিত করে লজ্জ্বা সরাই
চেতনাকে আবদ্ধ রাখি মৌনতার সূতায়
রাতটাকে আটকে রাখি চাঁদ কিংবা তারায়


আমার আর কোন চাওয়া নেই
আরক্ত জল পেলেই ধ্বংসযজ্ঞে মেতে উঠি
কামনার জোয়ার ঠেলে আদিম লালসায় উল্লাসে মত্ত হই
তরঙ্গায়িত শব্দের সাথে আমিও ছুটি


আবার পিপাসা পেলে বায়ু থেকে ছেঁকে নেই তরল লোবান
বিশ্বাস করুন আমি নপুংসক নই, তেজোদ্দীপ্ত জোয়ান
বারবার পিপাসা পেলে
চেপে রাখি শিলার আদলে
উজ্জীবিত এই সরস বাগান
কে বোঝে এই দলে আমিও নাদান



১৩/০৫/১৪
১২:০২পুর্বাহ্ন