অথৈ সমুদ্র জলে পা ভিজিয়ে আমি টের পাই তীব্র দহন
পূর্ণচন্দ্র জলে প্রান্ত খোঁজার প্রাণান্ত চেষ্টা, আরো এক জীবন
সময়কে গড়ে তুলি পরিপাটি বৃত্তের জালে
আবার ঠোকর মারে দগ্ধ বোদের আড়ালে
অদ্ভূত ঘোরের মাঝে হাবুডুবু খেয়ে বাঁচি
এরই নাম জলজ জীবন, যেনো কানামাছি
আরো একটি শব্দ দিয়ে জীবনের আকাল ছেদি
প্রতিভূ সময় চলে বেড়াজাল ভেদি
পুরুখ চিনেছে জনে জনে সকল নারী
আমিও নারী চিনি হোক যত আনাড়ি


১৮/০৫/১৪
১১:২০অপরাহ্ন