আরো একবার উল্টো দৌড়ে প্রথম হয়েছি
দেশটাকে উল্টে দিয়ে সম্রাট হতে ইচ্ছে হয়
উল্টো জলে সাঁতার কেটে উল্টো স্রোতে হাবুডুবু খেয়েছি
উল্টো হয়ে আকাশ দেখে লাফ দিয়ে মাথা গেঁথেছিল কাদায়
সাগরটাকে উল্টো করে ধরায় বৃষ্টির পরিবর্তে কলকলাইয়া জল ঝরে আর ঝরে
নিউটনের গাছের আপেল দিগ্বিদিক শূন্য ছুটে আর ছুটে
রবিঠাকুরের পাঁকা দাঁড়ি মুখের সাথে লেপ্টে থাকে
মাটিতে বিমান উড়ানোর বৈমানিক কই
গাড়ি উল্টে একই জায়গায় স্থির পড়ে থাকে
চাকা ঘুরেফিরে একই ঘুর্ণিপাকে অসহায়ের মতো
পৃথিবীটা উল্টো ঘুরে শৈশবে ফিরতে চাই
আরো একবার নিজেকে বদলে ভিন্ন মানুষ হয়ে যাই


১৯/০৫/১৪
১০:৪৮অপরাহ্ন