আমার পথ ফুরালে বলি
দেখিয়ে দিও পথের দিশা তুলে অঙুলি
আমার ভাবনা লয়ে যতো
মিছেমিছি গুনে হয়রান লক্ষ তারার মতো
আমার দৃষ্টি দেবের জ্যোতি
চন্দ্রিমাতে জোছনা ছড়ায় মেখে আলোর দ্যূতি
আমার মনে রেখাপাত
বুকের মাঝে ব্যথার উনুন জ্বলে অকস্মাৎ
আমার বন্ধু হবে কে
দৃষ্টি দেখে বুঝবে ব্যথা চোখের পলকে
আমার প্রিয় ফাগুন রূপ
চারিদিকে হইহুল্লোড় আর আমি থাকি চুপ
আমার মন মানে না দিশা
তার রূপে তাই মেখে নিলাম অরূপ অমানিশা



২৩/০৫/১৪
১২:১৪am