আরো একবার প্রকৃতিকে ভেবে উদাসীন হয়েছিলাম
কাটিয়েছিলাম বোহেমিয়ান জীবন
অঙ্কুরেই বিনষ্ট হয়ে গিয়েছিল আত্মকেন্দ্রিকতা
বাতাসে অস্থিরতা বেড়ে যায়
বৃষ্টিতে অলস ঘুমে ঢলে পড়ি
রোদ্র তাপে ক্ষিপ্রতা বাড়ে
একপেশে জীবনে নেমে আসে নাটকীয় ঘোর
কুয়াশায় নিজেকে গুটিয়ে নিই শামূকের মতো
আরো একবার উড়ার আকাঙ্ক্ষা জেগেছিল বিহঙ্গ চিলের ন্যায়
সামুদ্রিক তিমির মতো তিমির রাত আমাকে তলিয়ে দেয়
ভেসে ওঠার তাগিদ অনুভব করি না



২৪/০৫/১৪
০৫:৫৯অপরাহ্ন