এইভাবে সভ্যতা শেষ হয়
জেগে ওঠে পুরনো প্রাণে নতুন প্রণয়
আদি অন্ত মিলে তোলে সুর আর সুর
এইপারে ক্রমে জমে অস্থির দুপুর
মিত্র নামে ভক্তকূল রেখে দিবালোকে
অতি অন্যায় জেনে পিছুডাকে অতিপ্রাকৃত লোকে
আরো যা মনে গাঁথে, মন হোক পুত
মনের আকাল ভেদে সে কোন অচ্ছুৎ


25/05/14
০১;০৪am