জলের জোছনায় আমি সূচি হই
পিরিতের অনলে পুড়ে বারবার
উজানে বাঁধি মাটির ঘর
প্লাবনে হয় রোজ ছারখার


দুই চক্ষু পিদিম করে একা জেগে রই
যুগপুরাণ ভেবে পৌষের বন্দরে
দুই পৃষ্ঠ এক করে কুয়াশার চাদরে
আয় সখি একসাথে মাতাল হই


নিজ হাতে সাজিয়ে ঘর
হয়ে গেলি পর
মৌন বসন্তের টানে আবার উতল হই


০৫/০৮/১৪