দূঃখের সীমাহীন উচ্ছ্বাস দেখে
একান্ত রোদের নীল হৃদয়ে মেখে
তুমি-আমি বারবার রঙ পাল্টাই
স্বরবর্ণের চেনা রঙ ব্যঞ্জনায় বরং
আবার পালটে দেয় দূঃখ স্বয়ং
রোজ প্রার্থণা করি মুছে যাক গ্লানি
দূঃখ আমার সহোদর ভ্রাতা এইটুকুতো মানি
বিনয়াবনত যার উদ্ধত শির
আমিও তার হতে ঢের অধীর
নীল জল, নীলাভ আকাশ আরো গাঢ় নীল
সমূহ যন্ত্রণা রেখে বাকিটা বাতিল
আমার নয়নে নীল, নীল যার নয়ন
দূঃখকে নীল বলে করি কবিতায় চয়ন


-১৬।০৭।১৪