মেঘে ঢাকা বারি (গান)
-গাজী তারেক আজিজ


মেঘে ঢাকা বারি
নয়ন অবিরত
শুধু তোর লাগি
পোড়া মনে ক্ষত


যদি ভুলে যাবি
কেন নিলি বুকে
চোখের তারায়
রাখলি আমাকে


তোর কথা ভেবে
রোজ আমি কাঁদি
তোরে ফিরে পাবো
আশায় বুক বাঁধি


ফেলে আসা সময়
পিছু ডাকে যত
আহত জীবন জ্বালা
বাড়ায় শুধু ক্ষত


নিয়তির নাম যদি
দুঃখই হবে
করবো সুখের নিনাদ
বিবাগী অনুভবে


আবার এলে ফিরে
নেব কোলে তুলে
জড়াবো বুকে ধরে
বিরহ ভুলে


আশায় আশায় থেকে
হই আশাহত
জীবনের নাম করে
রোজ পরাহত।।


-২০।০৯।২০১৪