মেঘের দেশে রোদের ঘুড়ি
চলে পেখম মেলে
দৃষ্টি ছুঁয়ে আরক্ত মেঘ
ঢলে রাতের কোলে


বায়ুর কলে ছড়িয়ে সূতো
আঁধার নিনাদ তোলে
বর্জ্র-মেঘে দমকা হাওয়া
আপন গতি ভোলে


আলোর কাছে আঁধার পেতে
যেই করেছি যুদ্ধ
মগ্নপ্রাতে আলোর জনম
রহে অবরুদ্ধ


আঁধার ভেঙে আবার যখন
আলোর উদয় হবে
আশার মেঘ আর রোদের ঘুড়ি
নাচবে উৎসবে


২৪।০৯।২০১৪