রঙধনু রঙ ঘুড়ি ওড়ে
নীল আকাশের গায়
ফাগুন রঙে বোধের আকাশ
ঘুড়ি কে সামলায়?


বায়ুর বেগে ঘুড়ির নাচন
নাটাই ছিঁড়ে ধায়
মৌসুমেতে ঘুড়ির মেলা
আমার হিজল গাঁয়


ঘুড়ির বাহার লেজটা তাহার
গুনগুনিয়ে গায়
উৎসবে এক প্রান্ত ধরে
বাংলাকে নাচায়


শিশু-কিশোর যুবক-যুবা
মুগ্ধ হয়ে চায়
কি আচানক দৃশ্য ফোটে
চোখের তারায়


রোদে ফোটে ছায়ার সারি
মেঠো পথের বায়
আকাশের গায় আলোর নাচন
অভিন্ন মাত্রায়


০৩।১০।২০১৪
০২:৫৮এ এম