শিশু মায়ের কোল জুড়ে পায়
স্নেহের পরশখানি
শত কষ্ট নিজে সয়ে
মা লয় বুকে টানি


ধীরে ধীরে শিশু যখন
কৈশোরে পা বাড়ায়
মায়ের অভাব ভুলে না সে
রাতের পাহারায়


কিশোর থেকে যুবক হলে
বন্ধু সংখ্যা বাড়ে
তবু মায়ের আচঁল খোঁজে
সুখের সম্ভারে


যুবক ছেলের ঘরে এখন
টুকটুকে লাল বউ
বৃদ্ধ মায়ের আদর-সোহাগ
কমেনা একটুও


মা আর ছেলে গল্প বলে
রাতের আকাশ দেখে
চরকি বুড়ি জোছনা ঝরায়
দ্বিগুন দরদ মেখে


পরপারের ডাক পড়িলে
আঁচল তুলে মায়
পরম্পরায় নতুন শিশু
দাদীর উপমায়


একটি প্রদীপ নিভে গেলে
নতুন আলো ফোটে
জান্নাতবাসী হবে মা
ধরণী হেসে ওঠে


০৬।১০।২০১৪
০১:৪৬am