মায়ের কাছে থেকে স্বাধীনতা পেয়ে
বৃষ্টিতে ভিজে জ্বর হওয়ায় প্রলাপ বকেছি
মায়ের বকুনি আর থামেই না


বাবা রাজনীতিক!


গোল চত্বরে অনশনরত সংগ্রামী মানুষের সাথে একাত্বতা পোষণ করেন নিমেষেই তাদের একজন বনে যান
আমার একমাত্র আহ্লাদী বোনের অব্যক্ত আকাঙ্খার কথা বুঝতে পেরে তার মতো হয়ে যান আমার সেই বাবা


গোলটেবিল বৈঠকে বাবা হরদম ধরাশায়ী করে রাখেন প্রবল পরাক্রমশালী প্রতিপক্ষকে
অথচ চরম স্বেচ্ছাচারী আমার এই বাবা মায়ের সামনে দাঁড়াতে গলদঘর্ম হয়ে যান রীতিমতো


প্রচলিত গণতান্ত্রিক পন্থায় নেতা নির্বাচিত হয়ে বাবা জনগণকে হয়তো প্রজা মনে করেন
এইজন্যেই বাবাকে প্রতারক আখ্যায় আমার ন্যূনতম বাধে না
বাবার জন্য মায়া হয়
কিছুদিন বাদেই পূর্ণদৈর্ঘ্য গণতন্ত্র রক্ষায় মরিয়া হবে কমিশন!
রাজনীতির এই ঘূর্ণাবর্তে বাবা আবারও জনগণের নিরংকুশ ভোটে নির্বাচিত নেতা


১৪.১০.১৪
০৯:৫৫pm