কটুমিয়া পটু কথায়
কাজের সময় যায়
গরম ভাতে কলা মেখে
গোলা করে খায়


পান্তা ভাতে চিনি দিয়ে
বানায় শরবত
সেদ্ধ চালের রুটি খেতে
করে কসরত


অধূমপায়ী কটুমিয়া
ধরে সিগারেট
নেশার ঘোরে কল্কি ধরে
নাম্বার ওয়ান রেট


প্রযুক্তিতে কটুমিয়া
পিছিয়ে থাকে বেশ
যুগের কলা ছোবল মেরে
ছড়িয়ে দিল রেশ


নারীলিপ্সু কটুমিয়া
প্রেমের বাদ্য বাজায়
অপ্রাকৃতিক মন বাসনায়
অন্ধ গলি সাজায়


কটুমিয়ার দেশবিরোধী
নানান ছলাকলা
বুঝতে পারে সুশীল সমাজ
নড়ে পায়ের তলা


শিক্ষকতার মহান পেশা
ছেড়ে কটুমিয়া
নতুন জীবন বেছে নেয়
আলোয় ঝলকিয়া


ক'দিন বাদেই আশাহত
কটুমিয়া আজ
নিজের মত নষ্ট ভাবে
দেশের সমাজ


মাথার মগজ নষ্ট হলে
সমাজ নষ্ট লাগে
কটুমিয়ার নষ্ট বাহাস
জনতা আজ জাগে


১৫/১০/১৪
০৭:৫৩pm