মিষ্টি জলের বৃষ্টি পড়ে
কলাপাতার ডগায়
মৃদুমন্দ হিমেল হাওয়া
গাছগাছালি নাচায়


এক পায়ে দাঁড়িয়ে থাকে
কানা বকের দাদা
কাক করে ময়ূর নৃত্য
শালিক শাহজাদা


ফোটা কদম গাছের ডালে
হকচকিয়ে ওঠে
জলের ওপর ব্যঙের নাচন
গভীর তলে ছোটে


রুই-বোয়ালের মজার শিকার
মলা মাছের পোনা
সুস্বাদু এক মজার খাবার
নদীর ধবল সোনা


মাঠের রাজা কৃষক ফলায়
বাদামি এক সোনা
সোনার সুবাস ভরিয়ে তোলে
স্বপ্নের দিন বোনা


আমার দাদা তোমার দাদি
গাইতো সুখের গান
উৎসব-পার্বণে নাচতাম আমরা
আলোয় ভরুক প্রাণ


০২/১১/১৪
০৪:২৯pm