নৈ:শব্দ্যের বোধগম্য শব্দ আছে
-গাজী তারেক আজিজ



নূপুরের শব্দ শুনে
গুনে গুনে তিনবার দ্বিধায় পড়ে যাই
পায়ের আওয়াজ পেয়ে যতবার চোখ তুলে চাই
অবারিত আকাশ হাতছানিতে ডাকে
আর হিমেল হাওয়া উড়িয়ে নিতে চায় চকিত আহ্বানে


শৈশবে আমরা মনের হরষে
বগল বাজিয়ে শব্দ তুলে
দলবেঁধে পাড়াময় ঘুরে বেড়াতাম
আর কোকিলের সুরে সুর তুলে
আরো আরো কোকিলের কুহু কুহু সুরে
সমস্বরে আমরাও মত্ত হতাম হল্লাবাজিতে


পিনপতন নীরবতায় জল পতনের শব্দ শুনে
বোবাকান্নার যোগসূত্র খুঁজি
আর আলো আঁধারে শব্দ তোলা বিপরীত উৎসের সন্ধানে নামি
গলা ফাটিয়ে এখন বলতে ইচ্ছে করে
নৈ:শব্দ্যেরও বোধগম্য শব্দ আছে



০৫/১১/১৪
১২:৪৯am