ইতিহাসে কটুমিয়া
বিচিত্র এক নাম
চাকরি গেলে বেকার হয়
কেউ দেয় না দাম


কটুমিয়ার বাহাদুরী
বাজার ভীষণ চড়া
হাই পাওয়ারের চশমায়
চক্ষু ছানাবড়া


তারিখ বিহীন কোর্ট ফাইল
রাখে বগল দাবায়
মাংসাশী এক প্রাণীর মতো
উদর ভরে থাবায়


নাটক নিয়ে কটুমিয়ার
বিস্তর অভিযোগ
নির্দেশনায় রাশেদ মাযহার
কটু হয় বিয়োগ


কটুমিয়ার চরিত্র বেশ
উঠেছিল ফুটে
আইনাঙ্গনে কটুমিয়া
বিচ্যুত তার রুটে


বহুরূপী কটুমিয়া
পিঠে মারে ঘাই
কটুমিয়ার কি হলো রে
কোন সুহৃদ নাই


ধান্ধাবাজি কটুমিয়ার
প্রধান কাজের নাম
বিফল হলে তদবির বাজি
ঝরতে থাকে ঘাম


সত্য ছেড়ে মিথ্যা বিনয়
বোঝে সকল লোকে
মুখরোচক গল্প হলে
জেঁকে ধরে শোকে


মিথ্যা কথার ফুলঝুরিতে
পায় না শিকার বাগে
দাঁতের পাটে জাবর কাটে
চোখে বিকার লাগে



০৬/১১/১৪
০২:০৩am