কটুমিয়া ফেনীতে
নখ কাটে ছেনিতে
দাঁড়ি কাটে কোদাইলে
বসে ক্ষেতের আইলে


নতুন এক ফর্মুলায়
মীনাক্ষীরে নিয়া
গল্পের ফাঁদ পাতে
মোগো কটুমিয়া


কটুমিয়া নষ্ট লোক
সকল লোকে কয়
নষ্ট লোকের দৃষ্টি কটু
আমার মনে হয়


কটুমিয়ার বিদ্বেষী ভাব
সকল লোকের প্রতি
আপন পর বোঝে না সে
করে সবার ক্ষতি


সহোদরের প্রতিও তার
খারাপ মনোভাব
আপনাকে সে পর করে দেয়
বোঝে নিজের লাভ


দূরভিসন্ধি কটুমিয়ার
সদাই মনে থাকে
ঘোমটা খুলে খেমটা নাচে
চেনায় মননটাকে


রাত্তিরে কটুমিয়া
দাবার গুটি চালে
কূটচালে বৈরী বায়ু
ধাক্কা লাগে পালে


১১/১১/১৪
১০:১৯pm