এমন করেই একটি স্বপ্নের মৃত্যু হয়
অথচ এই স্বপ্নের স্থপতি জনে জনে সবাই
লড়াইয়ের জন্য যে উন্মত্ত হতে শেখায়
জয় উদযাপনের মূহূর্তেই তাঁর সমাধি পুষ্পের পবিত্র গালিচা
এমন করে যে বেঁধেছিল তাঁর মৃত্যু যন্ত্রণায় বিঁধে
জনসমুদ্রের সেই উত্তাল তরঙ্গে ভেসে আসবে অভয় বাণী, অপেক্ষায় থাকি
কোন ফুলে মালা হয়, কোন বুকে জ্বলে ওঠে ক্ষোভের বারুদ


আবার নিঙড়াবো ফসলের মাঠ
উঠবে আলোয় ভরে দক্ষিণের জানালা
সোনালি সকালের রঙ ঝকঝকে রোদের পরতে
জেগে ওঠে প্রাণবন্ত উচ্ছ্বাসে
গেয়ে ওঠে জীবনের জয়গান
কন্ঠে কন্ঠে ধ্বনিত হয় মানবিক অভিধান
আর জানান দেয় অপূর্ণতা নামক শব্দটি এই পরিক্রমার
নিতান্তই অপ্রয়োজনীয় অংশবিশেষ



১৮/১১/১৪
০১:৩০am