পুষে রাখে ঝড়ের মাতম
পুঞ্জ পুঞ্জ ছুটে চলা মেঘ
বাতাসের বিরল সম্ভাষণে
ভর করে চকিত আবেগ


কতো যে মাতাল হয়
দ্রোহের উতল বাও
মনের আকাল ভেদে
সাথে আমারে নাচাও


পুঞ্জীভূত জলে দোলে
কালবেলা মেঘের ভেলা
প্রকৃতির বিষন্নতা কার দান
কোন জন করে অবহেলা?


দৃশ্যত জলের গান কে যেন গায়
প্রকৃতির বৈরী মাতম মেঘেরে নাচায়



১৯/১১/১৪
১২:৩৭am