রাত বিরাইতে কটুমিয়া
মাঞ্জা মাইরা হাঁটে
জনরোষে সন্ন্যাসব্রত
কেমন সময় কাটে


কলপ মেখে বয়স লুকায়
কৃষ্ণ কালো কেশ
লোমশ নাকের কটুমিয়া
যেন বুনো মেষ


মুঠোফোনে কইতে কথা
মাথায় বাঁহাত ঘোরে
আসেপাশে লোক দেখলে
কয় যে কথা জোরে


কথার জোরে গুল মেরে যায়
লোকের কানে তালা
কটুমিয়া আইলো বইলা
কইলো সবাই পালা


সামনে-পিছে ডাইনে-বাঁয়ে
দালাল বেষ্টিত থাকে
পুরান চালে নতুন মোয়া
চেনায় জাতটাকে


কোন ফায়দায় কটুমিয়া
সবার পিছে লাগে
সবাই যখন বুঝতে পারে
পালায় আগেভাগে


কায়দা-কানুন জানে না সে
করে বেয়াদবি
নতুন কইরা লোক চিনে যায়
এ যে পুরান ছবি


লোভ যখন ভর করেছে
মারে মিলাদের টাকা
নেতার ভয়ে কটুমিয়া
দিয়াছে গা ঢাকা



১৯/১১/১৪
০১:৩০am