অবসরে ডেকে ফেরো কুয়াশার মতো
আমার আকাশে আজ দীপ জ্বলে নেভে
জমিনের সতেজতা প্রখর হলে
শীতের প্রারম্ভে নিজেকে খোলস বন্দি রাখি
বড়লোকি জমানায় মধ্যবিত্তের কানাঘুষা
নিদেন জীবনের অর্থ খুঁজে ফেরে
তোর ললাটে খচিত হোক রাজ তিলক
এতো আঘাতের পর বাঁচার কি ইচ্ছা