আমার ঘরে তোমার জন্যে দরজা খোলা
জানলা ধরে তাকিয়ে দেখা হয়না ভোলা
এক ফালি চাঁদ ঘর থেকে রোজ দেয় উঁকি
দূর আকাশে সুখ খুঁজে নেয় আজন্ম এক দুঃখী


তারার মায়া ভুলতে পারা কঠিন কিছু
চাঁদের আলো ঘর থেকে নেয় আমার পিছু
এমন আলোয় চকিত হয় চোখের তারা
চোখই মনের বার্তা বহে আপন ধারা


কি এক মোহে ভালোবাসায় অপূর্ব টান
রাতকানা প্রেম আমায় দেখায় অসীম আসমান
রাতের আকাশ দিনের মতো ফুলকি ওঠায়
পুরনো কানন জ্যান্ত হয়ে নতুন ফুল ফোটায়


২৩/১১/১৪
১২:২৬am