পথের দিশা নাইবা তুমি পেলে
জেগে থাকা পুরনো পথে আবার যখন গেলে
ঘুরেফিরে হাজার রকম প্রশ্ন ভেসে আসে
কালের পটে নাকাল বায়ু বহে বারোমাসে


এই পথে রোজ তোমার আনাগোনা
পথের ধারে মাইলফলকের বৃক্ষ আছে বোনা
একই পথের দুই প্রান্ত নির্দেশক
পথের পথিক ক্লান্তিবিহীন নীরব দর্শক


কে যেন গায় গুনগুনিয়ে গান
গানের মাঝেই লুকিয়ে থাকে বিরল আহ্বান
একই রকম একই সুরে আবার যখন শুনি
পূর্ণতা পায় অপূর্ব সেই ধ্বনি


২৮/১১/১৪
১১:৩৮am