শব্দ বিহীন পদ্য লিখি চোখে
বুঝতে পারে বাড়ির পাশের লোকে
মনের সরূপ মাখিয়ে দিলাম মুখে
জ্বলছে বিষম বুকের চারিদিকে


আঙ্গুলে তুড়ি শব্দ তুলে জানায়
জড়ালে বুকে কাউকে ভীষণ মানায়
হাতের জোরে শক্ত বুকের পাটা
আলোর সাথে শব্দ করে নীরব জোনাকীটা


আরো যত শব্দ ওঠায় সাগরের গর্জন
যুগল শরীর শব্দ তোলে হলে এক মন
কান পেতে শব্দ বাঁধি জৈবিক প্রয়াসে
পাখির মতো কিচিরমিচির হোক অনায়াসে



০২/১২/১৪
১১:১২pm