একবার নীল হয়েও বর্ণিল আলোকচ্ছটায় খেই হারিয়ে ফেলি
জলের তল্লাটে চলে মেঘ-রবির নগ্ন জলকেলি
দৃষ্টির বাধ্যবাধকতায় পারঙ্গম হয়ে উঠি অন্তর্দৃষ্টিতে
স্পর্শের অনুভূতিটুকু বাড়িয়ে নিতে হাত বাড়াই কোমল-সজল বৃষ্টিতে


আত্ম-পীড়িত যারা ফিরে পেতে চায় মনের জৌলুস
সরল মানবের দিব্যি যাদের আছে হুশ তারাই মানুষ
সত্যকে অকপটে মেনে দু:সময়েও যারা অতিমানবিক
তারাই আসীন হয় মনের সিংহাসনে পায় যতটুকু প্রাপ্য তারও অধিক


অচেনারে আপন ভেবে বাঁধে মায়ায় যারা প্রাণের স্পন্দনে
তার নামে মায়াকানন দৃষ্টিতে সম্মোহন মেতে উঠি সাধের বৃন্দাবনে


১৩/১২/১৪
১২:৪৯pm