আলো যখন আঁধার গলে
বহুদূরে ভাসে
চোখে চোখে ভাবনা হারায়
কার কি যায় আসে
দিনের আলোয় রাতের কালো
ঝেটিয়ে বিদেয় কর
বীর পুরুষ তোর বিশাল বুকের পাটা
মুষ্টি উঁচিয়ে ধর
সরু পথে সরল রেখায়
আলোর দেখা পাই
আলো আমার মন রাঙালো
চতুর রোশনাই
চিন্তায় যারা কপট কামার
চালায় ছুরি নিজের পায়
বিরূপ সময় দাবড়ানিতে
আশ্রিত কার ভরসায়
ছিন্ন পাতার ভিন্ন খামার
সময় যখন টানে
রসিক রাজের দুঃখের ভেলায়
সঙ্গী হই উজানে


২৮/১২/১৪
১২:৩০am