বিষাদের জল মিশেছে তাই সাগর হলো নীল
মনের ফাগুন স্বপ্ন আঁকে আকাশ বর্ণিল
ইচ্ছে করে ঢেউয়ে চেপে দিগন্তটা ছুঁই
নীল-বর্ণিল হোক একাকার দূরে কেন তুই


নগরে আজ ইটের কোঠা
পাথর হল মন
পাথর মনে পরাণ কি আর
চিনে আপনজন


আপন চোখে আপন আলোয়
খুঁজে নে তুই মোরে
আমার চোখের আলো জ্বেলে
খুঁজে মরি তোরে


শব্দ দিয়ে ভালোবাসার মাত্রা বোঝা দায়
চোখে চোখ রেখে মনের কথা বলা যায়
আড়াল থেকে হাসির শব্দ ঝর্ণার আওয়াজ তোলে
সেই হাসিটা আপন করে দুঃখও তাই ভোলে


১৪/০২/১৫
০১:২৯am