একপাশে কবিতা অন্যপাশে কেবলই নির্ঘুম আঁধার
চিন্তার দৈর্ঘ্য-প্রস্থ ঘেঁটে বের করি বেহুদা কামার
কাঁসার ঘন্টা তুলে টুংটাং শব্দের শিরায় শিরায় বাকরুদ্ধ হাহাকার
সে যদি বুঝতো এই সময়টাই জমিয়ে রাখি শয্যায় তাকে ভাবার
একপ্রস্থ সময় নিয়ে তার হাতে সঁপে দিতে তুলে রাখি নিজেকে আমার
ঘুমের নগর জানে ফেলায় নষ্ট করি নবধারা জলে বাষ্পরুদ্ধ সাঁতার