দিন কেনো বলো
লাল রঙে চিত্রিত করি আধবেলা সময়ের ফের
মুক হয়ে মুখচ্ছবি ভেসে আসে দূরযন্ত্রে
বেহালাটা কেঁদে কেটে একশের


ভানুমতি লীলাবতী কত অসহায়
আর অসহায় লাখো জোড়া চোখ
সময়ে সময় মেপে ঋতু আসে যায়


একহাত আদবকেতায় অন্যহাতে চেপে রাখি ট্রিগার
যন্ত্র দানব হয়, বোঝে না স্লোগানের উন্মত্ততা, পক্ষ-বিপক্ষ
জোড়াতালির সভ্যতা ধ্বংসের আগে আগে একযোগে সারাই ক্যান্সার


আজ ভাইয়ের বিরুদ্ধে ভাই
বোনের বিরুদ্ধে বোন
আমার বিরুদ্ধে আমি
ধ্বংস মুখরতায় মেতে ওঠে, লাল হয় নদী
থামা, বলছি থামা, তোদের এই  পাগলামী


০৪/০৩/১৫
১২:৪২am