জানলা খুলতেই প্রখর রোদ আমাকে পরশ বুলিয়ে যায়
অন্যপাশে বসন্ত কোকিল ডেকে মরিয়া
অফিসিয়াল ছুটির দিনে আমার সকাল হয় একটু বিলম্বে
অলসতা জেঁকে বসে শরীরে মনে
কিন্তু পরাণের চাহিত মতে কারও কারও সাথে ঠিকই যোগাযোগ হয়েছে
তারপরও একটি দিন কিংবা মুহূর্তের জন্য ভুলতে না পারার বেদনায় আচ্ছন্ন হয়ে তাড়িয়ে বেড়ায়
ঠিক যেখানে দাঁড়িয়ে থাকার কথা সেখানেই আছি
তুমি ঘুরে বেড়াচ্ছ ভ্রমরের মত অথচ নিরবে কাটছে আমার সময়
দুঃখ-সুখে তোমার জন্য ভিন্ন রকম কান্না পেলে
দাঁড়কাক ভেবে পায় না পাথরের কান্নার এই রঙ হবে কেন
আজ সত্যের মুখোমুখি হলে কেউ একজন ভেতরে অনুরণন তোলে
যারা মানুষ তারাই কষ্টের একমাত্র দরদী হবে বলে কষ্ট তাদের নিত্যসঙ্গী
এভাবেই কষ্ট আর আমার সখ্য গড়ে ওঠে