আঞ্চলিক কবিতা



গেরামে আন্ডা বেতফলেরে বেতইন কই
কাঁচা বেতইন চাবাই চাবাই খাইতাম
বাঁশের চিয়ন ছিবা দি বানাইতাম হোডেঙ্গা
একজন আরেকজনের লগে যুদ্ধ কইত্তাম
খ্যারের ভিত্তে হলাহলি খেইলতাম
রেডি খেইলতাম দলবাঁন্ধি
কানামাছি ভোঁ ভোঁ হইত্তিদিনের খেলা
ডান্ডা-ছোল্লা খেলি কতদিন কাডাইছি
ঘুন্ডি উয়াইতো কেয় কেয় আন্ডা চাইথাইকতাম
তারহর-
হুটবল ক্রিকেট খেলা মইধ্যে মইধ্যে তাস
ইস্কুলে কেলাসের হাঁকে হাঁকে টেবিলে কলম খেলা
এয়ার হরে উপন্যাস গল্প আর কোবিতার বই হইড়তাম
দিঘীইত্তে হাঁছুর কাডি সময় কাডাইছি
গাছে উডি হাল দিছি
এক্কই ডুবে হইরের এহায় তুন হে হায়
বগল বাজাই নাইছতাম
গলাত্তে হাপ ধরইয়ারগো মত আবাজ দিই মজা হাইতাম
কতদিন অইলো গেরাম ঘুরি চাইতাম হারিনা


২৯/০৩/১৫
১২:৫৩am