আঞ্চলিক কবিতা



ছোড বেলা আশ্চইর্য রকম সোন্দর আছিলোরে
লাজুক আছিলাম বোত
মাইয়ারা আঁরে লই তামাশা কইত্তো
আন্ডা দলবাঁন্ধি নুনু দেখাইদিতাম
হেগুনও বেলাজার মতঅ চাইই থাইকতো
মানিক্কা আছিলো বদমাইশের ডাইন ঠ্যাং
গাছে উডি কত হাইজলামি
টুনটুঁইয়া ব'হাঁথরে দীঘির হায় ন আইগলে বালা লাইগতোনা
হারুইনয়ার মনে হরাণে আছিল খালি বিউটি
আনোয়াইরা খালি লুবনা লগে কতা কইবেল্লাই চাইতো
সুমনইয়া আর রুনার কাহিনী আরো বহুত লম্বা হিস্টরি
হায়রে নাজুনি 'টুনটু কাক্কা টুনটু আই লাব ইউ'
মর্জিনার গো গাছের টক বরই দারুণ দারুণ!
সাফাইচ্চারে বেকে ক্রিমিনাল কিল্লাই কয় আঁই অনঅ বুজি না
রোজির গল্প আঁই হরে মিন্টাত্তে ন হুইনলে মজা মিছ কইত্তাম
মিন্টা আছিলো হইক্কার হালিরে লই
আরো কত আকাম
মলিরে লই মুকুল মুলুক দীর্ঘস্থায়ী অয় ন
কালিয়া মাউ রইব্বা অন কোটিপতি!
মুচকি হাঁসির বাদইল্লা মামতো বইন বিয়া কইচ্ছে
লেঙ্গে লেঙ্গে কামাইল্লা অন কই রে?
শালাইম্মা বাইন্দার শাজাইন্যা এয়াছিন্যা স্বপ্ননি মুকুট্টা
আগে কি সোন্দর দিন কাডাইতামরে
বেকে বিয়া কইচ্ছে আঁই অন বিয়া কইত্তাম হারিন
হালারুত্থালার কোয়াল ইকগা মাইয়োলা বুজি আঁর বাইজ্ঞে নাই


৩০/০৩/১৫
১২:০৪am