এখানে কোন মানুষ নেই
মানুষের মুখাবয়বে যারা
তারা পুরুষ ও নারী


রক্ত মাংশের এই জোড়া শালিক
কিছু কি মানবিক


এখানে শিশু আছে
কিশোর-কিশোরী আছে
যুবক-যুবতী আছে
বার্ধক্যের শান্ত চাহনি মিশ্রিত কিছু পৌঢ় আছে
আছে প্রাণীকূলের ধারাবাহিক সংসার


শিশু ক্রমেই কিশোর-কিশোরী,
যুবক-যুবতী হয়ে ধারাপাত মেনে
নারী ও পুরুষে রুপ ধারন করে
বহন করে রুপ জৌলুসের জোয়ার-ভাটার নদী


নারীকে নদী ও চাঁদের উপমায় সমৃদ্ধ করে কবি ও গীতিকবি
দিনের বহুলাংশে প্রতিমারুপে নারীকেন্দ্রিক থাকে কেউ কেউ
আর পুরুষ নাকি নারীর একমাত্র ঠিকানা, সাক্ষাৎ বেহেস্ত


তাইজন্যে নারী পুরুষে, পুরুষ নারীতে নিজেরে সঁপে
আর মানবিকতা পড়ে থাকে শোক সন্তাপে
জোর দিয়ে আওয়াজ ওঠাই
এখানে নারী-পুরুষ পাই বিস্তর সকাল-বিকাল
বিশুদ্ধ চিন্তার দিনে চলছে কেবল বোধের আকাল


০৬/০৪/১৫
০৬:৫২pm