জোছনা মাখাবো বলে তুই'য়েই শতভাগ আস্থা আমার
হ'বি তুই তৃষিত আঁধার?
এই ধামে একজনই বাসিন্দা থাকে
তুই যোগে দু'জন হবো, একযোগে উঠবো মেতে, শুধাই যেনো কাকে!


দিবা-রাত্রির পালিত দুঃখগুলো জোছনায় হোক শুচি, একে একে মেলে দিক রঙিন পাখা
আরো নিরেট বিশুদ্ধতায় খাঁটি হোক জলের তীব্র আকাঙ্খা
এই রাতে সংসার শেখানো হয়, জানতে ইচ্ছে হয় "ভালোবাসা কারে কয়"
সেই দিন যায় চলে-
অমিয় জলের ক্ষুধায় আমিও রই অন্তরালে,
জানতে ইচ্ছে হয় "যাতনা কাহারে বলে"


০৯/০৪/১৫
১২:২১am