নক্ষত্রের মালিকানা আমি কাউকে দেইনি একতরফা
নিশ্চিত করেছি কেবল মঙ্গলের পরবর্তী অধিবাসী, নিজস্ব উত্তারাধিকার
তাই বলে পৃথিবীর স্বত্ব ত্যাগ করেছি একথা কাউকে বলেছি কি?একবারও?
আলো-বাতাস চন্দ্র-সূর্য শুধুই তোমাকে আবর্তন করে প্রাত্যহিক কর্মযজ্ঞ চালায়
তারপরও অখুশি তুমি অসুখী হলে জীবনকে আর কি করে উপভোগ্য করা যায়
একটু ভেবে দেখার খুব প্রয়োজনীয়তা আছে বোধ করি নিজের আগ্রহে
কবিতা আমাকে তোমাকে আড়াল করেনি একবারের জন্যেও
জলবায়ুর বিস্তর প্রভাবে দু'জন আজ ভিন্ন মত ও পথের বিপরীতমুখী পথিক
এরপর আমি বড্ড ক্লান্ত, আর তোমার ক্লান্তিহীন পথচলা
সময়ে তোমার পরিবর্তিত সহযাত্রী হয় যৌবনের অগ্রপথিক, আমি একা জেনে তুমি আরও বেপরোয়া হয়ে ওঠো
এই পথ ফুরাবার নয়!


১০/০৪/১৫
০২:০৭am