দিনটা গত হলে
বুকের ভেতর শুন্যতা মাপি
দৃষ্টির পরিসীমা এর আগে
কখনো এত সংকুচিত করিনি
আমার পাশে তোমার অবস্থান
এখন আগের মত টের পাইনা
অচেনা তুমি পৃথিবীকে এমন করে চেনালে
বেঁচে থাকার ইচ্ছেও জাগে না
হাতের পাঁচ পাঁচ দশটি আঙুল
তোমার শরীরের আগুন আঁচ পেলেও
মন নামক ক্ষণিকে বদলে দেওয়া মুহূর্তটি
একবারও বুঝতে পারেনি
উপস্থিত জনতার একজনেরও বোধগম্য হলে
এ কবিতা আমাকে প্রশান্তি দেবে
একবার কবিতানুরাগী হয়ে
পরক্ষণেই আস্তাকুড়ে নিক্ষেপ করো
এই কবিতা না পড়ে কত দিন ঘুম হয়নি
সেই তুমি বেঘোরে ঘুমাও
ঘুম ঘোরে তলিয়ে যাও
পথের যে বাঁকে তোমাকে হারিয়েছি
সেখানটায় আছি রোদ পোড়া বৃষ্টি ভেজা কাকতাড়ুয়ার মত
এ পথে আবার এলে আমাকে দেখবে, দেখবে বসে যুগযুগ অপেক্ষায় থাকা
বাঁমহাতে অভিমানী শালিক ডান হাতে পথ হারা বাজপাখি


১২/০৪/১৫
১১:৩২pm