এখানে জীবন নেই
আলাদা এক নক্ষত্রের নাম আগেই শুনেছি
জীবনের নামে চলে ব্যাপক মাত্রার বাহাদুরী


তারপর হৃদয় নিয়ে
আর কোন টালবাহানা হয়নি
উড়ছে কেবল বিরুদ্ধ ঘুড়ি


অবারিত জীবনের কাঙ্ক্ষিত ক্ষণ
এলো এলো করে এলো না
কেবলই ভেঙেছে কাঁচের চুড়ি


এখানে নকশীকাথার জীবন নেই
আছে নকশীর পাতানো আল্পনা
পাতায় ধরানো আগুন, লতা সমেত পুড়ি


একলা থাকার পর
আরো কত একলা জীবন
হয়ে মুসাফির একাই ঘুরি



২৬/০৪/১৫
১২:৪৮am